বারোয়ারি বিতর্ক আজকের আলোচনার বিষয়। বারোয়ারি বিতর্ক [ Barowari Debate ] বিতর্কের সবচেয়ে শিল্পিত ধারার নাম।
বারোয়ারি বিতর্ক
বারোয়ারি বিতর্ক [ Barowari Debate ] তে পক্ষ-বিপক্ষ থাকে না। প্রত্যেকে স্বাধীন ভাবে নিজের মনের জানালা খুলে ভাবতে পারে। একারণেই এটি বিতার্কিকের শ্রেষ্ঠত্ব প্রমাণের সেরা জায়গা। এ বিতর্কে বিতার্কিক যেহেতু খুব বেশি স্বাধীন আর বিতর্কের বিষয়কে ভেঙ্গেচুরে যেকোনো রূপ দেয়ার বিষয়ে তার পূর্ণ অধিকার রয়েছে তাই ভাল- খারাপের দায়ভারও পুরোটাই তার উপরে। ভাবনার অভিনবত্ব ও সৃষ্টিশীলতা এই বিতর্কের প্রাণ। এ ধারার বিতর্কের বিষয়গুলোও হয় একটু ভিন্ন ধরণের। বারোয়ারি বিতর্ক এক অর্থে এক ধরণের একক অভিনয়।

তবে অভিনয়ের ক্ষেত্র হলো একটি মঞ্চ আর বিতর্কের ক্ষেত্র হলো একটি ডায়াস। আবার উপস্থাপনার দিক থেকে আবৃত্তির সাথে অনেক মিল থাকে এ বিতর্কের। এ বিতর্কে যুক্তিনির্ভর কথামালা থাকতে হয়। এখানে কথাগুলো হবে সুচারু শব্দচয়নে গাঁথা ও মনোমুগ্ধকর এবং এর উপস্থাপনা হবে চমকপ্রদ। এ উপস্থাপনায় বৈচিত্র্য আনতে কণ্ঠের ওঠানামায়, আবেগের কমবেশিতে কখনো গ্রহণযোগ্য মাত্রায় নাটকীয়তা ও আবৃত্তির ঢং আসতে পারে। সবশেষে, আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা আর বিতর্ক এই চারে মিলে বারোয়ারি বিতর্ক বলা যেতে পারে।
ক. বারোয়ারি বিতর্ক কি?
বিতর্কের সবচেয়ে শিল্পিত ধারার নাম বারোয়ারী বিতর্ক। এ বিতর্কে পক্ষ-বিপক্ষ থাকে না। প্রত্যেকে স্বাধীন ভাবে নিজের মনের জানালা খুলে ভাবতে পারে। একারনেই এটি বিতার্কিকের শ্রেষ্ঠত্ব প্রমানের সেরা জায়গা। এ বিতর্কে বিতার্কিক যেহেতু খুব বেশি স্বাধীন আর বিতর্কের বিষয়কে ভেঙ্গেচুরে যেকোন রূপ দেয়ার বিষয়ে তার পূর্ণ অধিকার রয়েছে তাই ভাল- খারাপের দায়ভারও পুরোটাই তার উপরে। ভাবনার অভিনবত্ব ও সৃষ্টিশীলতা এই বিতর্কের প্রাণ। এ ধারার বিতর্কের বিষয়গুলোও হয় একটু ভিন্ন ধরণের। বারোয়ারি বিতর্ক এক অর্থে এক ধরণের একক অভিনয়।
তবে অভিনয়ের ক্ষেত্র হলো একটি মঞ্চ আর বিতর্কের ক্ষেত্র হলো একটি ডায়াস। আবার উপস্থাপনার দিক থেকে আবৃত্তির সাথে অনেক মিল থাকে এ বিতর্কের। এ বিতর্কে যুক্তিনির্ভর কথামালা থাকতে হয়। এখানে কথাগুলো হবে সুচারু শব্দচয়নে গাঁথা ও মনমুগ্ধকর এবং এর উপস্থাপনা হবে চমকপ্রদ। এ উপস্থাপনায় বৈচিত্র্য আনতে কন্ঠের ওঠানামায়, আবেগের কমবেশিতে কখনো গ্রহনযোগ্যমাত্রায় নাটকীয়তা ও আবৃত্তির ঢং আসতে পারে। সবশেষে, আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা আর বিতর্ক এই চারে মিলে বারোয়ারি বিতর্ক হয় বলে আমরা উপসংহার টানতে পারি। ব্যাপারটা সহজ নয় বটে!
বারোয়ারি বিতর্ক নিয়ে বিস্তারিত ঃ
