কীভাবে উপস্থিত বক্তৃতা এর প্রস্তুতি নেবো | বক্তৃতা দেওয়ার নিয়ম

কীভাবে উপস্থিত বক্তৃতা এর প্রস্তুতি নেবো উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে আমরা আগে থেকে জানিনা আমাদের কী নিয়ে কথা বলতে হবে। তাই উপস্থিত বক্তৃতায় দক্ষতা অর্জন বেশ কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। উপস্থিত বক্তৃতায় ভালো করার জন্য একদিকে যেমন খুব ভালোভাবে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে, একইসাথে সমসাময়িক ও ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, সাহিত্য, দর্শন প্রভৃতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সর্বোপরি, উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে গুছিয়ে গল্প বলা বা স্টোরিটেলিং করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

কীভাবে উপস্থিত বক্তৃতা এর প্রস্তুতি নেবো

১। অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ:                

কোন বক্তব্য দেওয়ার আগে প্রায় সবাই অস্থির বোধ করে। এই অস্থিরতা দূর করার জন্য বারবার অনুশীলন করতে হবে। তোমার নোটগুলো বারবার পড়ে দেখো যে সব ঠিক আছে কিনা। যখন তোমার মনে হবে যে তোমার বক্তব্য ঠিক হয়েছে, তখন বারবার অনুশীলন করতে থাকো। নিজের বক্তব্য ভিডিও করো অথবা কোন বন্ধুকে তোমার বক্তব্যের সমালোচনা করতে বলো। 

 

উপস্থিত বক্তৃতা

 

২। দর্শক বুঝে বক্তব্য দেওয়া:

তোমার বক্তব্য তৈরি করার আগে কাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছো, সে ব্যাপারে জেনে নাও। ফলে তুমি কোন ধরণের শব্দ বলবে, কী ধরণের তথ্য দেবে, বক্তব্যের ধরণ কেমন হবে, সে সম্বন্ধে একটা ভালো ধারণা পাবে।

৩। বক্তব্যের বিষয়বস্তু সাজিয়ে নেওয়া:

নিজের বক্তব্যের জন্য কাঠামো দাঁড় করাও। বক্তব্যের ধাপগুলো লিখে রাখো। প্রথমেই বিষয়টির নাম লিখে রাখো, তারপর বিষয়টির কোন কোন দিক নিয়ে তুমি কথা বলতে চাও, তা লিখে ফেলো। তোমার শ্রোতার মনোযোগ বক্তব্যের প্রথম ৩০ সেকেন্ডেই আকর্ষণ করার দিকে জোর দাও।

 

৪। বক্তব্য কিভাবে শুরু করবে:

উপস্থিত বক্তৃতা শুরু করার নিয়ম গুলোর মধ্যে প্রথম রুল হলো কাগজ অথবা স্লাইড দেখে বক্তব্য না দেওয়া। এটি দর্শকের সাথে তোমার সংযোগে ব্যাঘাত ঘটায়। দর্শকের দিকে তাকিয়ে কথা বললে তোমার এবং তোমার বক্তব্যের দিকেই সবার নজর থাকবে। বক্তব্যের কাঠামো তোমাকে বিষয়বস্তু মনে রাখতে সাহায্য করতে পারে।

৫। স্বরভঙ্গির যথাযথ ব্যবহার:

বক্তব্যে কী বলছো, তার সাথে সাথে কীভাবে বলছো, সেটাও সমান গুরুত্ব বহন করে। কথা বলার সময় গলার স্বর কখন ওঠাতে হবে এবং কখন নামাতে হবে, সে ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। একইভাবে কথা বলে গেলে দর্শক বক্তব্য শোনার আগ্রহ হারিয়ে ফেলে। এজন্য গলার স্বরে তারতম্য এনে দর্শকের আগ্রহ ধরে রাখতে হবে। এর ফলে তোমার আইডিয়াগুলো দর্শক খুব সহজেই বুঝতে পারবে।

 

বিতার্কিকের লক্ষ্য ও বিকাশপথ

 

কীভাবে উপস্থিত বক্তৃতা এর প্রস্তুতি নেবো নিয়ে বিস্তারিত :

 

Leave a Comment